ক্যাবলের সাইজ নির্নয় কিভাবে করতে হয়(How to calculate the proper size of Cable - 1 core, 2 core, 3 Core, 4 Core)??
We can explain proper cable size with a suitable example:
উদাহরনঃ
একটি বাড়িতে ইলেকট্রিকাল কোণ্ডূইট হউস ওয়ারিং এর কাজ করতে হবে। যার বাড়িতে মোট লোড ৪.৫ কিলোওয়াট।২০% অতিরিক্ত লোড বিবেচনা করে ঐ বাড়িত কি সাইজের ক্যাবল লাগাতে হবে তা নির্নয় করি। সাপ্লাই ভোল্টেজ=২২০
সমাধানঃ
১. মোট
লোড=৪.৫ কিলোওয়াট=৪৫০০ওয়াট
২.
২০% অতিরিক্ত লোড=৪৫০০*(২০/১০০)=৯০০ওয়াট
৩.
টোটাল লোড=৪৫০০+৯০০=৫৪০০ ওয়াট
৪.
টোটাল কারেন্ট= ওয়াট /ভোল্টেজ= ৫৪০০/২২০=২৪.৫ অ্যাম্পিয়ার
এখন চার্টে
খুজে বের করতে হবে কোথাই ২৪.৫ মিলে যাই। ২৪.৫ অ্যাম্পিয়ার খুব সহজে ২ আর এম তারের সাথে
মিলেযাই কিন্তু অতিরিক্ত সেফটি হিসাব করলে আমরা ২.৫ আর এম তার কে পছন্দ করতে পারি
। আর সব সময় হিসাবে যা আসবে তার চেয়ে এক ধাপ বেশী তার পছন্দ করতে হবে।
সকল
ক্ষেত্রে এই একই হিসাব প্রযোজ্য। এখানে পাওয়ার ফ্যাক্টর কে উপেক্ষা করা হয়েছে।
সিধান্তঃ
ক্যাবল ২ আর এম= ২৫ অ্যাম্পিয়ার
ক্যাবল ২.৫ আর এম= ২৮ অ্যাম্পিয়ার
Example:
For
Electrical wiring installation in a building, Total load is 4.5kW. Supply
voltages are 220V and Find the most suitable size of cable considering 20% extra load from energy meter
to sub circuit if wiring is installed in conduits .
Solution:-
1. Total
Load = 4.5kW = 4.5 x1000W = 4500W
2. 20%
additional load = 4500 x (20/100) = 900W
3. Total
Load = 4500W + 900W = 5400W
4. Total
Current = I = P/V = 5400W /220V =24.5A
Now
try to find out where is the current match with the picture.
This
calculation system is as same for all types of core cable
We
can easily use 2Rm cable but for more safety we should use 2.5Rm which rating
is 28 A
So in a conclusion:
Cable 2Rm= 25 Ampere
Cable 2.5Rm= 28 Ampere
আরো বিস্তারিত হলে খুব ভাল হত
উত্তরমুছুন