ম্যাগনেটিক কন্টাক্টর কি এবং কিভাবে কাজ করে? Working Principle of Magnetic Contactor (ON/OFF STATE)

 ম্যাগনেটিক কন্টাক্টর কি এবং কিভাবে কাজ করে?


ম্যাগনেটিক কন্টাক্টর ইলেক্ট্রিক্যাল কন্টল সুইচ যা বড় ধরনের লোডে ব্যবহৃত হয়। সুইচিং এর জন্য    একটি কয়েল ব্যবহৃত হয়। যখন কয়েল এ ভোল্টেজ দেওয়া হয় তখন সুইচিং হয় আর যখন ভোল্টেজ সরবরাহ বন্ধ করা হয় তখন সংযোগ বিচ্ছিন্ন হয়। ম্যাগনেটিক কন্টাক্টরে ৬ টি প্রধান টারমিনাল থাকে, ৪ টি অক্সিলারি টারমিনাল থাকে। এদের কে বলে নরমাল ওপেন(NO) ও নরমাল ক্লোজ (NC)। ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েল ভোল্টেজ সাধারণত ২৩০, ৩৮০ ভোল্ট এসি ও ২৪ ভোল্ট ডিসি হয়। কয়েলের পাওয়ার খুব কম হয়।


 অফ কন্ডিশনে,

যখন কয়েলে কনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় না তখন নিচের ছবির মত দেখতে লাগে।তার মানে আউটপুটে কোন পাওয়ার পাওয়া যাই না। এই অবস্থাই নরমাল ওপেন টার্মিনালে ইনপুট ও আউটপূটে কোন সংযোগ থাকে না কিন্তু নরমাল ক্লোজ টার্মিনালে ইনপুট ও আউটপূটে সংযোগ থাকে।








অন কন্ডিশনে,

যখন কয়েলে কনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন নিচের ছবির মত দেখতে লাগে। তার মানে ইনপুটে কোন সাপ্লাই দিলে আউটপূটে পাওয়া যাই। এই অবস্থাই নরমাল ওপেন টার্মিনাল  ইনপুট ও আউটপূটে  সংযোগ পেয়ে যায় কিন্তু নরমাল ক্লোজ টার্মিনাল  ওপেন হয়ে যাই।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টারবো/টারবো চার্জার কি ও কিভাবে কাজ করে (What is Turbo charger or Turbo and How it work) ?

একটিভ ও প্যাসিভ কম্পোনেন্ট কি(What is Active and Passive Components )?????