টারবো/টারবো চার্জার কি ও কিভাবে কাজ করে (What is Turbo charger or Turbo and How it work) ?
# টারবো বা টারবো চার্জার কি? প্রায়সই ভাইবা বর্ডে এই প্রশ্নটি করা হয়। টারবো চার্জার হলো জেনারেটর একটি পার্ট । জেনারেটরের ক্ষেত্রে এটার গুরুত্ব অনেক বেশী। একটি জেণেরেটরের ইফিসিয়িন্সি কি পরিমান হবে তা নির্ভর করে টারবো চার্জারের উপর। যে জেনারেটরের এই অংশটা যত ভালো তার ইফিসিয়িন্সি ততো ভালো। যাই হোক ,এখন দেখা যাক টারবো বা টারবো চার্জার কি ও কিভাবে কাজ করে। টারবো/টারবো চার্জার হলো জেনারেটরের এমন একটি অংশ যা জেনেরেটরের এক্সযস্ট দ্বারা চালিত হয়। এটার দুটি টারবাইন থাকে।একটি টারবাইন হলো এক্সস্ট টারবাইন ও অন্যটি হলো কম্প্রেসর টারবাইন। এই দুটি টারবাইন একটি সাধারন শাপ্টের সাথে সংযুক্ত থাকে। এক্সস্ট টারবাইনটী যখন এক্সঅস্ট গ্যাস দ্বারা চালিত হয় তখন কম্প্রেসর টারবাইনটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকে। বাইরের বাতাস কম্প্রেসরের টারবাইনে প্রবেশ করে এবং খুব চাপের কারনে এই বাতাস ঘনীভূত হয়ে গরম হয়ে যাই। এই গরম বাতাস কুলারের মধ্যে দিয়ে প্রবেশ করে কম্বারশান চেম্বারে প্রবেশ করে এবং কম্বারশানে সহায়তা করে। কেন ইফিসিয়িন্সি বৃদ্ধি পায়? সাধারণত কম্বারশান চেম্বারে ফুয়েল বা জ্বালানি খুব...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন